স্টাফ রিপোর্টার, ১৪ নভেম্বর।
মানিকগঞ্জের শিবালয়ের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ড্রেজিং ইউনিটের প্লাস্টিকের পাইপের ফ্লোটারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাটের অদূরে ড্রেজিং অফিসের সামনে রাখা প্লাস্টিকের পাইপের ফ্লোটারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানান,যমুনা নদীতে নাব্যতা সংকটের কারনে আরিচা-কাজিরহাট নৌপথের ফেরির চ্যানেলে অতিরিক্ত পলিমাটি জমে যাওয়ায় ড্রেজিংয়ের মাধ্যমে পলিমাটি সরানোর কাজ চলছিল। আর নদীতে ড্রেজিংয়ের জন্য আরিচা বিআইডব্লিউসিএ’র ড্রেজিং অফিসের সামনে ৭৯টি প্লাস্টিকের পাইপের ফ্লোটার জমা করে রাখা হয়েছিল।কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার সকালে বিআইডব্লিউসিএ’র ড্রেজিং অফিসের সামনে রাখা প্লাস্টিকের পাইপের ফ্লোটারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আরিচা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয় এবং সোয়া ২ ঘন্টার চেষ্টার পর বেলা ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরমধ্যে আগুন নেভানোর কাজে ঘিওর ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নেভানোর কাজে আরিচা আসে। কিন্তু তাদের কাজে যোগ দেওয়ার আগেই আরিচা ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিআইডব্লিউটিএ’র আরিচা ড্রেজিং ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানান, প্লাস্টিকের পাইপের ফ্লোটারে অগ্নিকান্ডের বিষয়টি প্রথমে স্থানীয়রা দেখতে পায়। এরপর ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আগুনে যে প্লাস্টিকের পাইপের ফ্লোটারগুলো পুড়ে গেছে,তাতে প্রায় ৫ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।এতে করে নদীতে ড্রেজিংয়ের কাজে সমস্যায় পরতে হবে।
এবিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান,খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম কাজে যোগ দেয় এবং সোয়া ২ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে,সেটা তদন্ত করে বলতে হবে।অগ্নিকান্ডের ঘটনায় ৭৯টি ড্রেজিংয়ের প্লাস্টিকের পাইপের ফ্লোটারের মধ্যে ৭০টি পড়ে ধ্বংস হয়েছে।বাকি ৯টিও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেন নি তিনি।
Leave a Reply