স্টাফ রিপোর্টার, ১৯ অক্টোবর।
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আনেআদলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় যুবলীগ নেতা ফিরোজ খানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের আইড়মারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ফিরোজ খান বেতিলা মিতরা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানান,গত ২৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় ছাত্র-জনতার মিছিলে আওয়ামী লীগ-যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় আওয়ামী লীগ-যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় বেশ কয়েকজন ছাত্র-জনতা গুরুত আহত হয়। ওই হামলায় ঘটনায় ফিরোজ খান জড়িত ছিলেন। এছাড়া ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে সদর থানায় কয়েকটি মামলা হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর (এস.আই) বাবুল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
Leave a Reply