স্টাফ রিপোর্টার, ১৬ অক্টোবর।
মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা-যমুনা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে তিন ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে এই কারাদন্ড প্রদান করেন।
দন্ডিতরা হলেন, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের লাল চাঁন শেখ(৩২), আলমগীর শেখ (৩৫) ও স্বপন শেখ (৩২)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,মা ইলিশ রক্ষায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত শিবালয় উপজেলার পদ্মা-যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে আটক করা হয়। এসময় প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা মা ইলিশ মাছ স্থাণীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান,নিষিদ্ধ সময়ে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই নিষিদ্ধ সময়ে যারা ইলিশ মাছ শিকার করবে,তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং চলবে। দেশের স্বার্থে মা ইলিশ রক্ষায় সবাইকে সচেতন করা হচ্ছে।
Leave a Reply