1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রয়াত কৃষকদল নেতা আবু ইউসুফের কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোড ইনচার্জের অভিযোগে নীলাচল পরিবহনের ঘাট পরিচালকসহ গ্রেফতার ৩ পাটুরিয়া ঘাটে চাঁদাবাজির আধিপত্যে দ্বন্দ্ব চরমে, শঙ্কায় পরিবহন খাত   দিঘী ইউনিয়নে বাংলা নববর্ষ পালিত বিএনপি আয়োজিত কাবাডি খেলায় কালীগঙ্গা দল জয়ী শিবালয়ে বৈশাখী উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনপদ জাফরগঞ্জে যমুনার তীর থেকে অবৈধ বালু উত্তোলন, এসিল্যান্ডের অভিযানে ট্রাক জব্দ ইউএনও জাকির হোসেনের যোগদানে বদলে যাচ্ছে শিবালয়ের চিত্র আ: জলিলকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ — ‘মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না’ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শিবালয়ে বিক্ষোভ

কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করতে হবে

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পড়েছেন
oplus_0

মোঃ শাহানুর ইসলাম, ১২ অক্টোবর।

শনিবার মানিকগঞ্জ বিজয়মেলা মাঠে রেসালাত মহাসন্মেলন অনুষ্ঠিত হয়েছে। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি মানিকগঞ্জ জেলা শাখা উদ্যোগে অনুষ্ঠিত শানে রেসালাত মহাসন্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনেরর মানিকগঞ্জ জেলা সভাপতি মুফতি শাহ সাইদ নূর। সমাবেশে বক্তারা বলেন,অবশ্যই কাদিয়ানীদের বাংলাদেশে অমুসলিম ঘোষনা করতে হবে। তারা মুসলমানদের বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরোধী। পৃর্থিবীর মুসলমানদের প্রাণের চেয়েও প্রিয় বিশ্বনবী মুহাম্মদুর রাসুল (সাঃ) অসম্মানে কোন কথা ও কাজ কোন মুসলমান মেনে নেবে না। যদি এই শয়তানদের অবাধে এই জমিনে কাজ করতে দেয়া হয় এবং অতিদ্রুত তাদের অমুসলিম ঘোষনা না করা হয় তবে এ দেশের আলেম-ওলামারা পুরো দেশবাসীকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবে।

বক্তারা আরও বলেন, আমরা কোন আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু রাসুলের সাথে বেয়াদবি আমরা বরদাশত করবো না। আমরা আশা করি সরকার দায়িত্বশীল কাজ করবে এবং এদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দিবে না। ধৈর্য্যরে একটা সীমা আছে, আমরা বছরের পর বছর অপেক্ষা করতে পারবো না। যদি কাদিয়ানীদের দ্রুত অমুসলিম ঘোষনা করা না হয়, তাহলে দেশবাসী নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হবে।

বক্তারা বলেন,ভারতসহ বিভিন্ন স্থানে উসকানি মূলকভাবে বিশ্বমানবতার মহান দূত, প্রিয় রাসুল (সাঃ) অবমানা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও বিচার দাবী করছি। রাসুল(সাঃ) সম্মান রক্ষায় প্রয়োজনে জিহাদ করতে হলেও আমরা করবো।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী,মাওলানা হাসান জামিল ও মুফতি শামসুল আরেফিন খান সাদী প্রমুখ।

অনুষ্ঠানে পাকিস্তানের জনপ্রিয় নাশিদ শিল্পী হাবিবুল্লাহ আরমানি নাশিদ শিল্পী মুশফিক বিন জামালসহ স্থানীয় শিল্পীরা ইসলামী গান পরিবেশন করেন।

সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে প্রোগ্রাম। সারা দিন ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চললেও মূল আলোচনা হয় সন্ধ্যার পূর্ব পর্যন্ত। হাজার হাজার ইসলমা প্রিয় জনতা সারা দিন অনুষ্ঠান উপভোগ করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :