স্টাফ রিপোর্টার, ০১ জুলাই।
মানিকগঞ্জে শিক্ষক-কর্মকর্তাদের অংশগ্রহণের মাধ্যমে জেলা সরকারি গণগ্রন্থাগারে অংশীজনের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজনে জেলা গণগ্রন্থাগারে ঘন্টাব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা গণগ্রন্থাগার কর্মকর্তা রুবিনা মিরাজের সভাপতিত্বে এনপিআই’র পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন, হলি চাইলড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আশরাফুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী অফিসার আবু বকর সিদ্দিকী ও খান বাহাদুর আওলাদ হোসেন খান স্কুলের সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
গণগ্রন্থাগার কর্মকর্তা রুবিনা মিরাজ বলেন,আমাদের জেলা গণগ্রন্থাগারে ছোট-বড়দের পড়ার জন্য বিভিন্ন ধরনের অনেক বই রয়েছে। এছাড়াও শিশু শিক্ষার্থীদের জন্য পড়ার বিশেষ ব্যবস্থাও রয়েছে। অযথা অবসর সময় না কাটিয়ে,গণগ্রন্থাগারে এসে বই পড়ার জন্য সকলকে আমন্ত্রণ করেন। একই সঙ্গে নিয়মিত বই পড়ে,বইকে বন্ধুতে পরিণত করতে সকলকে গণগ্রন্থাগারে আসতে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে এগিয়ে আসার আহবান করেন।
Leave a Reply