স্টাফ রিপোর্টার, ২৬ জুন।
মানিকগঞ্জে কেন্ত্রীয় যুবলীগের নির্দেশে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা যুবলীগের আয়োজনে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের ময়লা-আবর্জনা ও ঘাস পরিস্কার করা হয়। এরপর বিদ্যালয়ের খেলার মাঠের চারদিকে ফলজসহ বিভিন্ন জাতের বৃক্ষরোপন করা হয়।
জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জার রাজার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক মাহাবুবুর রহমান জনির সঞ্চলনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, আহবায়ক সদস্য মাহাবুবুর রহমান সুমন, মাহাবুবুর রহমান খালিদ, সৌমিত্র সরকার মনা, সুবল সাহা, সামিউল আলম রনি,মনিরুল ইসলাম মনি, জেলা যুবলীগ নেতা আল রাফি, জেলা ছাত্রলীগের সহসভাপতি পাপ্পু ঘোষ,পৌরসভা যুবলীগের রুবেল রহমান, জুয়েল ভূইয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আব্দুর রাজ্জাক রাজা বলেন,পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জেলা যুবলীগের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং চলবে। তাছাড়া কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় জেলা যুবলীগের পক্ষ্য থেকে এক লাখ গাছের চারারোপন করা হবে। যুবলীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করেছে এবং কাজ করে যাচ্ছে। এছাড়া দেশ ও জনগণের কাজের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।
Leave a Reply