1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রয়াত কৃষকদল নেতা আবু ইউসুফের কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোড ইনচার্জের অভিযোগে নীলাচল পরিবহনের ঘাট পরিচালকসহ গ্রেফতার ৩ পাটুরিয়া ঘাটে চাঁদাবাজির আধিপত্যে দ্বন্দ্ব চরমে, শঙ্কায় পরিবহন খাত   দিঘী ইউনিয়নে বাংলা নববর্ষ পালিত বিএনপি আয়োজিত কাবাডি খেলায় কালীগঙ্গা দল জয়ী শিবালয়ে বৈশাখী উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনপদ জাফরগঞ্জে যমুনার তীর থেকে অবৈধ বালু উত্তোলন, এসিল্যান্ডের অভিযানে ট্রাক জব্দ ইউএনও জাকির হোসেনের যোগদানে বদলে যাচ্ছে শিবালয়ের চিত্র আ: জলিলকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ — ‘মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না’ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে শিবালয়ে বিক্ষোভ

কারা হিসাবরক্ষক হ’ত্যা মাম’লায় বাসচালক-হেলপার গ্রেফ’তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৬৭ বার পড়েছেন

স্টাফ রিপোর্টার, ২৩ জুন।

মানিকগঞ্জে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হিসাব রক্ষক মো.শহিদুল ইসলাম খান হত্যা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মানিকগঞ্জের সিংগাইরের শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকার আনিস শেখের ছেলে মিস্টার আলী (২৩) এবং একই এলাকার মো. এখলাছ শেখের ছেলে মো.শাহিন শেখ (৪০)।

রোববার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান এসব তথ্য জানান। এর আগে শনিবার দিবাগত রাতে মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানান,পরিবারের সাথে ঈদ করতে ঈদের আগের দিনরাত (রোবাবর) ১০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বাসের মাধ্যমে মানিকগঞ্জের উদ্যোশে রওনা দেন কারা হিসাবরক্ষক মো.শহিদুল ইসলাম খান। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার জাগীর এলাকায় কারা হিসাবরক্ষক মো.শহিদুল ইসলাম খানকে একা পেয়ে মারধর করে বাসচালক ও হেলপারসহ ৪-৫জন। এরপর শহিদুল ইসলাম খানের কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে জাগীর সেতুর উপর থেকে সেতুর নিচে ফেলে দিয়ে হত্যা করে বাস নিয়ে পালিয়ে যায় আসামীরা। এরপ ঈদের দিন সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর সেতুর নিচ থেকে পুলিশ মো.শহিদুল ইসলাম খানের মরদেহ উদ্ধার করে এবং এঘটনায় নিহতের মেয়ে মাইশা মালিহা বিভা বাদি হয়ে সদর থানায় মামলা করেন।

মুহাম্মদ গোলাম আজাদ খান বলেন, সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে বাসচালক ও হেলপারকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্যমতে নিহতের  তিনটি মোবাইল ফোন, নগদ ৪ হাজার টাকা এবং শুকতারা পরিবহনের একটি মিনিবাস উদ্ধার করে জব্দ করা হয়। মামলার বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।টাকা-পয়সা ও মোবাইল ছিনতাইকে কেন্দ্র কারা হিসাবরক্ষক মো.শহিদুল ইসলাম খানকে মারধর করে উপর থেকে ফেলে হত্যা করা হয়েছে বলেও পুলিশ সুপার জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :