স্টাফ রিপোর্টার, ১০ জুন।
মানিকগঞ্জে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের উদ্যোগে পাট চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মানিকগঞ্জ সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হল রুমে সদর উপজেলার ২২৫ জন পাট চাষীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়।
জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো.জিয়াউর রহমান খানের সভাপতিত্বে জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.তরিকুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিজেআরআই ড.মমতাজ আলী ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো.মতিউর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন,উন্নতজাতের পাটের উৎপাদন বাড়াতে সরকার বিনামূলে কৃষকদের সার ও বীজ দিচ্ছেন। যাতে করে কৃষকরা সঠিকভাবে পাট উৎপাদন করতে পারেন। কারন সরকার পাটের ব্যবহার বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। দেশে পাটের পণ্যের ব্যবহার বাড়লে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। এছাড়া পাটজাতের পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমানে বৈদেশিক আয় অর্জন করা সম্ভব হবে। তাছাড়া পাটের পাতা ও পাটখড়ি বিক্রি করে কৃষকরা অতিরিক্ত অর্থ উর্পাজন করতে পারেন।
Leave a Reply