স্টাফ রিপোর্টার,০৫ মে।
মানিকগঞ্জে নবম শ্রেণীর এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মোঃ সাব্বির মিয়া (২০) নামের এক বখাটেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত সাব্বির মিয়া সদর উপজেলার জরিনা কলেজ বোয়ালিয়া এলাকার মোঃ সাইদুর রহমানের ছেলে।
নির্যাতনের স্বীকার ওই স্কুলছাত্রীর বাড়ির মানিকগঞ্জ সদর উপজেলায়। সে উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
এজহারপত্রে জানা যায়,শনিবার বিকেলে প্রেমিকের সাথে মানিকগঞ্জ শহরের বেউথা সেতুতে ঘুরতে আসে ওই স্কুলছাত্রী। এরপর রাত ৯টার দিকে প্রেমিকের সাথে বাড়ি ফেরার সময় মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরুন্ডি এলাকায় বখাটে মোঃ সাব্বির মিয়া,মোঃ জাহিদ মিয়া ও মহিউদ্দিন ইসলাম তাদের গতিরোধ করে এবং ভয়ভীতি দেখিয়ে কৌশলে সড়কের পাশে নিয়ে যায় বখাটেরা। পরে ওই স্কুলছাত্রীর প্রেমিককে আটকিয়ে রেখে ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে বখাটে সাব্বির মিয়া,জাহিদ মিয়া ও মহিউদ্দিন ইসলাম। এসময় ওই স্কুলছাত্রীর আত্ম-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং সাব্বির মিয়াকে আটক করে স্থানীয়রা। কিন্তু জাহিদ মিয়া ও মহিউদ্দিন পালিয়ে যায়। পরে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের ভর্তি করা হয়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান, এঘটনায় ওই স্কুলছাত্রীর নানা বাদি হয়ে তিনজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন।মামলার মূল অভিযুক্ত সাব্বির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতনের স্বীকার ওই স্কুলছাত্রী মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং ওই স্কুলছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে বলেও ওসি জানান।
Leave a Reply