ডেস্ক রিপোর্ট
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ অভিযানে আইন অমান্য করায় দুই চালককে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৩ মার্চ) পরিচালিত এই অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে মোঃ বিশাল মল্লিক (৩২) ও মোঃ শহিদুল ইসলাম (২৭) কে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কে ফিটনেসবিহীন ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন জানান, মহাসড়কে অবৈধ ও অযোগ্য যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে, যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায় এবং পরিবহন ব্যবস্থা শৃঙ্খলিত রাখা সম্ভব হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা।
Leave a Reply