স্টাফ রিপোটার
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে নিখোঁজের দুই ঘণ্টা পর গোলাপ শেখ (৫০) নামে এক ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের পল্টুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাপ শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া এলাকার মৃত সোনামুদ্দিনের ছেলে। তিনি ফেরিতে ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, জন্মগতভাবে মৃগী রোগে আক্রান্ত গোলাপ শেখ পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের পল্টুনে বসে ছিলেন। হঠাৎ তিনি পল্টুন থেকে নদীতে পড়ে যান এবং ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পাটুরিয়া নৌ-বন্দর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, বিকেল পৌনে ৫টার দিকে পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পাঁচজন ডুবুরি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে ফেরিঘাট থেকে প্রায় ১০০ ফুট দূরে, ২০ ফুট পানির নিচে ডুবন্ত অবস্থায় গোলাপ শেখের মরদেহ উদ্ধার করে।
নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Leave a Reply