মানিকগঞ্জ প্রতিনিধি, ০২ ফেব্রুয়ারি।
মেয়াদ উর্ত্তীণ হওয়ায় মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছে কেন্দ্রীয় বিএনপি।
রোববার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এ.জিন্নাহ কবীর, সাবেক সহ-সভাপতি এ্যাড.আজাদ হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আফ.ফ.ম নূরতাজ আলম বাহার, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার।
এদিকে নব-গঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে জেলা যুবদলের উদ্যোগে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল, ছাত্রদল, বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নব-গঠিত জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন,দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলার বিএনপি ও তার সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সাথে আমরা কাজ করে যাবো। আমরা আশা করি,পূর্বের তুলনায় নতুন কমিটি বেশি শক্তিশালী হবে এবং দলের নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করবে। একই সাথে দলীয় ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মৗদের সহযোগীতা কামনা করছি।
উল্লেখ্য, সর্বশেষ ২০২১ সালের মানিকগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠিত হয়।
Leave a Reply