1. ssexpressit@gmail.com : bdmessenger :
  2. azizulpress14@gmail.com : Azizul Hakim : Azizul Hakim
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জুলাইয়ের শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ প্রয়াত কৃষকদল নেতা আবু ইউসুফের কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রোড ইনচার্জের অভিযোগে নীলাচল পরিবহনের ঘাট পরিচালকসহ গ্রেফতার ৩ পাটুরিয়া ঘাটে চাঁদাবাজির আধিপত্যে দ্বন্দ্ব চরমে, শঙ্কায় পরিবহন খাত   দিঘী ইউনিয়নে বাংলা নববর্ষ পালিত বিএনপি আয়োজিত কাবাডি খেলায় কালীগঙ্গা দল জয়ী শিবালয়ে বৈশাখী উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনপদ জাফরগঞ্জে যমুনার তীর থেকে অবৈধ বালু উত্তোলন, এসিল্যান্ডের অভিযানে ট্রাক জব্দ ইউএনও জাকির হোসেনের যোগদানে বদলে যাচ্ছে শিবালয়ের চিত্র আ: জলিলকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ — ‘মিথ্যাচারে বিভ্রান্ত হবেন না’

মানিকগঞ্জে সিআরপির মেডিকেল ক্যাম্প

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৫ বার পড়েছেন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 512;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

স্টাফ রিপোর্টার, ০১ ফেব্রুয়ারী।

জমশের আলির বয়স ৭৫। এক সময় কৃষি কাজ করে সংসার চালালেও বয়সের ভারে এখন আর পারেন না। বছর খানেক আগে ডান হাতের ব্যথায় সংসারের টুকটাক কাজ করাও তার জন্য কষ্টসাধ্য। টাকা পয়সার ঘাটতি থাকায় হাতের উন্নত চিকিৎসা করাতে পারেননি। তবে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে কিছু ওষুধ খেয়েছেন। সাময়িক ব্যথা নিরাময় হলেও হাতের ব্যথার অসহ্য যন্ত্রনা তাকে তাড়া করে বেড়ায়।তবে মানিকগঞ্জে সিআরপি আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসকের পরামর্শে থেরাপি নিয়ে হাতের ব্যথার যন্ত্রনা কমেছে জমশের আলির । এই ক্যাম্পে বিনামূল্যে পেয়েছেন চিকিৎসা সেবা।

জমশের আলির মতো ৬৭ বছরের সহিতন বেগমও মেডিকেল ক্যাম্পে এসেছেন। তবে তার শারিরীক কোন সমস্যা নেই। দীর্ঘদিন ভুগছেন মানসিক সমস্যায়। এইখানে মানসিক সমস্যার সমাধান পাওয়া যাবে এই খবর শুনে এসেছেন সাইকোলজিস্টের কাছে। তাকে চিকিৎসাসেবা প্রদানকারী ক্লিনিকাল সাইকোলজিস্ট  সেলিনা আক্তার কণা বলেন, দীর্ঘদিন ধরে সহিতন বেগম পারিবারিক সমস্যায় মানসিকভাবে ভুগছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তার মতো অনেক রোগীই ক্যাম্পে আসছেন। একেকজনের সমস্যা একেক রকম। প্রাথমিকভাবে তাদের সাথে কাউন্সিলিং করা হচ্ছে।

সহিতন বেগম বলেন, ম্যালা দিন ধইরা একটা ঝামেলা নিয়া ম্যালা যন্ত্রনায় আছিলাম। ওনার লগে কথা কওনের পর একটু শান্তি পাইলাম। আরো আগে জানলে ডাক্তারের কাছে আরো আগেই যাইতাম।

কাশেম মিয়া বলেন, মাজার ব্যথায় ভুগতাছি। তাই এইহানে ডাক্তারের কাছে আইছি। ওনাগো চিকিৎসা অনেক ভালো। থেরাপিও ভালো,ট্যাহা লাগেনা।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী মানিকগঞ্জের দক্ষিন উয়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিআরপি আয়োজিত মেডিকেল ক্যাম্পে এমন প্রায় দুইশ  রোগীদের বিনামূল্যে দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা। ইআইএইচআরপিডি প্রকল্পের আওতায় ” প্রতিবন্ধীতা সনাক্তকরণ ” এই ক্যাম্পে প্রতিবন্ধীদের চিকিৎসা সেবাসহ দেওয়া হচ্ছে বিশেষসেবা। এ ক্যাম্পে পরামর্শ দিচ্ছেন সিআরপি থেকে আগত ডাক্তার, ফিজিওথেরাপিষ্ট, অকুপেশনাল থেরাপিষ্ট, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিষ্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট।

মেডিকেল ক্যাম্পে ইআইএইচআরপিডি প্রকল্পের ব্যবস্থাপক রহমতুল বারী, সিআরপি মানিকগঞ্জ শাখার ভারপ্রাপ্ত কেন্দ্র ব্যবস্থাপক মোঃ মাহবুবুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এ্যাড.মুহাম্মদ মাছুদুল হক ,এ্যাডভোকেট মো: শাহজাহান, সমাজসেবক আইউব আলী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :