স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীর দূর্গম আলোকদিয়া চরের তারখাম্বা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচজনকে আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন । অভিযানের সময় বিপুল পরিমাণ বালু উত্তোলনের সরঞ্জামসহ ১ টি ড্রেজার জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই চরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল, যা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করার পাশাপাশি পরিবেশের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে এসিল্যান্ডের নেতৃত্বে যমুনা নদীর ৭ ও ৮ নম্বর বৈদ্যুতিক পিলারের মধ্যবর্তী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটকৃতরা হলেন, মানিকগঞ্জের শিবালয় উপজেলার ত্রিলোচনপট্টি এলাকার মো: জহির উদ্দিনের ছেলে মো:রাকিব হোসেন, সিরাজগঞ্জের সাদাতপুর চর আন্ধারমানিক এলাকার মৃত হোসেন ব্যাপারীর ছেলে রাহুল, নারায়ণগঞ্জের দিগলবন্দি বন্দর এলাকার মো: জালাল উদ্দিনের ছেলে রিয়াদ, ওই জেলার সোনারগাঁও উপজেলার সম্ভূপুরা এলাকার কিতাব উদ্দিনের ছেলে শাহ আলী ও একই জেলা ও উপজেলার ফরদি এলাকার ফজলু হকের ছেলে বিপ্লব।
এসিল্যান্ড এসএম ফয়েজ উদ্দিন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা নিয়মিত মনিটরিং করছি এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের ও ১ টি ড্রেজার শিবালয় থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান, তিনি।”
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, “অবৈধ বালু উত্তোলনের ফলে আমাদের এলাকার ফসলি জমি, বসতভিটা এবং জাতীয় গ্রীডে যুক্ত বৈদ্যুতিক খুটি হুমকির মুখে পড়ছিল। প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং সবাইকে সতর্ক করা হয়েছে, যাতে কেউ পুনরায় অবৈধভাবে বালু উত্তোলনের মতো অপরাধে লিপ্ত না হয়।
উল্লেখ্য, এ অভিযানে কোস্টগার্ড, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
Leave a Reply