স্টাফ রিপোর্টার, ০১ জানুয়ারি।
মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের দলীয় কার্যালয়ের আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। দুপুরের খাবার বিরতণের পর অসহায়-দরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিরতণ করা হয়।
এসময় জেলা জাতীয় পার্টির সাবেক সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন খান, সাধারণ সম্পাদক হাসান সাঈদ, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এস.আর আনছারসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮৬ সালের এই দিনে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। এরশাদের শাসনামলে দেশের মানুষ শান্তিতে ছিল। মারামারি হানাহানি ছিল না। লোকজন শান্তিতে ঘুমাত। দ্রব্য মুল্য ছিল ক্রয় ক্ষমতার মধ্যে এবং পরিকল্পিত উন্নয়ন হয়েছে।
Leave a Reply