স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ ২৮ সেপ্টেম্বর।
মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগে উঠেছে। বর্তমানে ওই যুবক সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় ভুক্তভোগীর পিতা মো.সামসুল হক প্রামাণিক বাদী হয়ে মানিকগঞ্জ থানায় একটি মামলা করেছে।
মামলার আসামীরা হলেন,মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটিগ্রাম এলাকার বিল্টু (৪৫), জাহিদ (২০), শরীফ (৪৫), লাভলু (৫০), লাভলী আক্তার (৪০), আবুল হোসেন (৫৫) ও আখি আক্তার (৪৫)।
মামলার এজহারপত্রে জানা যায়,গত ২৩সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় মো.সামসুল প্রামানিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে আসামিরা। পরে ভুক্তভোগী রফিকুল ইসলাম বাজার থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা থেকে তাকে টেনেহিচরে তুলে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে এলোপাথাড়ি কুপিয়ে এবং পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সাহায্যে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকায় রেফার্ড করে। পরে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে ভুক্তভোগী যুবকের বোন ঝর্ণা আক্তার জানান, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে এবং একটি পা ভেঙে দেয়। আজকে চার দিন যাবত আমার ভাইটি আইসিওতে ভর্তি। আমরা এখনো জানিনা আমার ভাইকে আমরা জীবিত বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কিনা। এদিকে আজ এতদিন হয়ে গেল মামলা করার পরেও পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি। আসামিরা এখনো প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমি আমার ভাইয়ের উপর এই হামলার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক আশরাফুল্লাহ ইসলাম জানান,আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply