মানিকগঞ্জ প্রতিনিধি, ২৪ সেপ্টেম্বর।
মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন পিটিআই এর (২০২৪-২৫) সেশনের প্রশিক্ষণার্থীরা।
দুপুরে পিটিআই ও জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের উদ্যোগে পিটিআই ইনস্টিটিউট প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন পালিত হয়।
এসময় পিটিআই প্রশিক্ষণার্থী (২০২৪-২৫) সেশনের প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষক কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন, সহসভাপতি রাজিব কুমার বাসক, সাধারণ সম্পাদক তানজিলা খানম ও সহ সাধারণ সম্পাদক তরুন সূত্রধরসহ সহকারী শিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।
Leave a Reply