স্টাফ রিপোর্টার, ০৪ জুলাই।
মানিকগঞ্জের সিংগাইরে আমের ক্যারেটে ভিতরে ফেন্সিডিল বিক্রির অভিযোগে হোসেন মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত হোসেন মিয়া উপজেলার আজিমপুর এলাকার আফতাব ফকিরের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে সিংগাইর থানার ওসি মো.জিয়ারুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান। এর আগে বুধবার দুপুরে উপজেলার সিংগাইর বাজার শহীদ মার্কেটের পাশ থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ জানান,উপজেলার সিংগাইর বাজারের শহীদ মার্কেটের পাশে আমের ক্যারেটের ভিতরে ফেনসিডিল বিক্রি করা হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলানো হয়। কিন্তু অভিযানের খবর পেয়ে পুলিশ দেখেই দৌড়ে পালিয়ে যায় মূল মাদক ব্যবসায়ী। পরে মাদক বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের বাজার মূল্য ৮৪ হাজার টাকা।
সিংগাইর থানার ওসি মো.জিয়ারুল ইসলাম জানান,তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং মামলার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply