স্টাফ রিপোর্টার, ২৩ জুন।
মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনার মধ্যদিয়ে দেশের পুরাতন বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিফলকের সামনে গিয়ে শেষ হয়। এরপর বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।পরে শহীদ স্মৃতিফলকের পাদদেশ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এম জাহিদ,জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি গাজী কামরুল হুদা সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু ও ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো.সারোয়ার আলম বাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply