স্টাফ রিপোর্টার, ২২ জুন।
মানিকগঞ্জের সিংগাইরে প্রথম বিয়ে গোপন রেখে প্রতারণার মাধ্যমে দ্বিতীয় বিয়ে করতে আসার অভিযোগে বর সোমেল হোসেন মজুমদার (৪১) কে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের কামুড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃত সোমেল হোসেন মজুমদার চাঁদপুর সদর উপজেলার মাদ্রাসা রোড় এলাকার নেহাল হোসেন মজুমদারের ছেলে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৬মাস আগে ঢাকার একটি অনলাইন শপিং সেন্টারে চাকুরির ইন্টারভিউ দিতে যান সিংগাইরের ধল্লা ইউনিয়নের কামুড়া এলাকার অর্নাস পড়ুয়া এক শিক্ষার্থী। সেখানে সোমেল হোসেন মজুমদারের সাথে পরিচয় হয় ওই অর্নাস পড়ুয়া এক শিক্ষার্থী। পরে মোবাইলের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্কের তৈরি এবং বিয়ের প্রলোভনে মেয়ের বাড়িতে আসা-যাওয়া শুরু করেন সোমেল হোসেন মজুমদার। এরপর মেয়ের বাড়ির লোকজনের সাথে কথা বলে গত শুক্রবার বিয়ের দিন ঠিক করেন সোমেল হোসেন মজুমদার। কিন্তু বিয়ের দিন ৪০জন বর যাত্রী আসার কথা থাকলেও রাত ১০টার দিকে বিয়ের বরসহ ৩জন উপস্থিত হোন সোমেল হোসেন মজুমদার। পরে মেয়ের বাড়ির লোকজনের জেরার মুখে প্রথম বিয়ের কথা স্বীকার করেন। এরপর মেয়ের বাড়ির লোকজন থানা পুলিশকে খবর দেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে বিয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়। প্রতারণার অভিযোগে বর সোমেল হোসেন মজুমদারকে আটক করা হয়।এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত না থাকায় বাকি দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও ওসি জানান।
Leave a Reply