স্টাফ রিপোর্টার, ১১ জুন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকগঞ্জে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ঈদুল আযহার উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণে জেলার ১৭শ গরীব ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৫ কেজি ডাউল, এক কেজি ডাল এবং নারী ও পুরুষের জন্য জন্য একটি শাড়িকাপড়, লুঙ্গি বিতরণ করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে জেলা প্রশাসক রেহেনা আকতার ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন, প্যানেল চেয়ারম্যান আবুল বাশার ও সদস্য রাজ্জাক হোসাইনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়া এলাকার টগর মনিদাস বলেন,শুনছিলাম, আমাদের চাউল, ডাল, সেমাই, তেল ও চিনি দেওয়া হবে। কিন্তু শুধু ৫কেজি চাউল আর ১ কেজি ডাল এবং সাথে একটা করে শাড়িকাপড় দিয়েছে।প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি হইছি কিন্তু তেল, চিনি, তেল না পাওয়ায় বেশি খুশি হতে পারে নাই। কারন রোজার ঈদের যারা প্রধানমন্ত্রীর উপহার পেয়েছিল,তারা সবাই চাউল, ডাল, তেল, চিনি ও সেমাই পেয়েছিল।সাথে শাড়িকাপড় ও লুঙ্গিও ছিল।
পৌরসভার দাশড়া এলাকার সেফালী দাস বলেন,আমাদের পরিাবরের সদস্য ৫জন।যে চাউল-ডাল পেয়েছি,তাতে একদিন ভালোভাবে যাবে।তবে চাউলের পরিমান যদি আরো বেশি হতো,তাহলে সবার জন্য ভালো হতো।আমাদের ধরনা প্রধানমন্ত্রীর উপহার তো আরো বেশি হওয়ার কথা।কারন এর আগে যারা পেয়েছেন,তারা আরো বেশি ডাউল-ডাল পেয়েছিল।
চর-হিজুলী এলাকার আলী আজম বলেন,এইবার প্রথম ডাউল-ডাল পেয়েছি।তবে সামনে যেহেতু ঈদ আর ঈদের জন্য আমাদের এই ডাউল-ডাল আর লুঙ্গি দেওয়া হয়েছে।তাই ডাউল-ডালের সাথে সেমাই,তেল, চিনি দিলে আমার জন্য অনেক ভালো হতো।কারন অভাবের সংসারে আবার সেই টাকা খরচ করতে হবে।
এবিষয়ে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীনের সাথে যোগাযোগ করেও তার মন্তব্য পাওয়া সম্ভব হয় নি।
তবে জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন, একেবারে না পাওার চেয়ে কিছু কম পাওয়া খারাপ না।যারা প্রধানমন্ত্রীর উপহার পেয়েছেন,পরিমানে কম হলেও তাদের উপহারে আসবে।
Leave a Reply