মানিকগঞ্জ প্রতিনিধি, ০৮ জুন।
মানিকগঞ্জে খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সাবেক অধ্যক্ষ ও সিপিবির মানিকগঞ্জ সদর উপজেলার সভাপতি কমরেড মীর মোখসেদুল আলমের শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) আয়োজনে শহরের সাবিস মিলনায়তনে এই শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বীর মুক্তিযোদ্ধা হযরত আলীর সভাপতিত্বে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম,জেলা জাসদের সভাপতি বীর মমুক্তিযোদ্ধা আফজাল হোসেন খান জকি, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মজিবর রহমান, সদর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জের কৃতী শিক্ষক ও খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের সাবেক অধ্যক্ষ মীর মোখসেদুল আলম আর নেই। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রসঙ্গত,গত ২৩ মে দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মীর মোখসেদুল আলম। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।মীর মোখসেদুল আলম জেলা শহরের খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও সদ্য সাবেক অধ্যক্ষ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১১ ব্যাচের ইংরেজি বিভাগের কৃতী শিক্ষার্থী ছিলেন।
Leave a Reply