স্টাফ রিপোর্টার, ৩১ মে।
মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরে বিষপানে সেকেন্দার আলী (২৭) নামের এক যুবকের মৃত্যুবরণের অভিযোগ ওঠেছে।
শুক্রবার দুপুরে সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের চন্দনগর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত উপজেলার জার্মিত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার রিয়াজুল হকের ছেলে। তিনি মাদক সেবনের সাথে জড়িত ছিলেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জনান,পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে নিজের ঘরে বিষপান করেন সেকেন্দার আলী। বিষপানের বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply