স্টাফ রিপোর্টার, ৩০ মে।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপের নির্বাচনে মানিকগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে সুদেব কুমার সাহা নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদর উপজেলা পরিষদে টিউবওয়েল প্রতীকে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে আব্দুল লতিফ তোতা ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে সুমি খানম নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার লিটন ঢালী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সহকারী রির্টানিং অফিসার জানান,ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফল প্রার্থীসহ প্রিজাইডিং অফিসারদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হয়। এরপর তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
উল্লেখ্য,মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেকের আপন ফুফাতো ভাই ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.ইসরাফিল হোসেনকে পরাজিত করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা।
Leave a Reply