স্টাফ রিপোর্টার, ০৬ মে।
মানিকগঞ্জে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পে মানিকগঞ্জ সমন্বিত সরকারি ভবনের মাল্টিপারপাস হল রুমে এই জনসচেনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মো.মোকছেদুল মোমিন ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু ,ক্যাবের সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ ও জেলা খাদ্য নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর -ই আলম সোহাগ।
কর্মশালায় সিভিল সার্জন ডাঃ মো.মোকছেদুল মোমিন বলেন, অনিরাপদ খাবারের কারণে প্রতিবছর বিশ্বে ৬০ কোটি মানুষ অসুস্থ্য হয়ে পড়ে এবং এরমধ্যে ৪ কোটি মানুষ মারা যান। সুতরাং আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকতে হলে, নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই।
Leave a Reply