ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের শিবালয় উপজেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার (৯ এপ্রিল) তারিখে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন রেজাউল করিম খোকন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আলাউদ্দিন হোসেন বাদল। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন আঃ জলিল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মাসুদ রানা।
কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন জাতীয়তাবাদী কৃষকদল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এবং সাধারণ সম্পাদক আব্দুল সালাম বাদল।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, তারা কৃষকের অধিকার আদায় ও সংগঠনকে আরো শক্তিশালী করতে আন্তরিকভাবে কাজ করবেন।
Leave a Reply