মানবতার ফেরিওয়ালা
শিবালয়ের পথে পথে,
ভাসে এখনো সুর,
বেলাল হোসেন, হৃদয়জুড়ে—
তাঁর কর্ম অমর।
শীতের কুয়াশা ছুঁয়ে,
গরিবের দুয়ারে যান,
দুঃখ-দুর্দশা দেখে,
ভিজে যায় তাঁর প্রাণ।
অসহায়ের কান্না শুনে,
তিনি ছুটতেন দ্বারে,
নির্ভীক মন, অটল প্রাণ,
মানবতার পূজারী রারে।
আজও শিবালয় বাসী খোঁজে,
সে আলোর ফেরিওয়ালা,
ভালোবাসার দ্যুতি যাঁর,
ছিল এক অনন্য জ্বালা।
যেখানেই থাকুন তিনি,
আশীর্বাদে থাকুক প্রভু,
শিবালয়ের হৃদয় জুড়ে,
রবে তাঁর স্মৃতি অভিভূ।
Leave a Reply