গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গমনকালে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট অতিক্রম করেন। এ সময় তিনি শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল-মামুনকে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং কুশল বিনিময় করেন।
সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে ফরিদা আখতার কুমারখালীতে মৎস্য ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে সফর করছেন। যাত্রাপথে পাটুরিয়া ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বশীলতার প্রশংসা করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নিরাপত্তা নিশ্চিত করতে শিবালয় থানা পুলিশ বিশেষ নজরদারির ব্যবস্থা গ্রহণ করে। উপদেষ্টার এই সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদা আখতার কুষ্টিয়ায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
Leave a Reply