মানিকগঞ্জের শিবালয়ে কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে তিন ব্যক্তিকে ১,৫০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বোয়ালী ও বেলতা এলাকায় অভিযান চালিয়ে ১টি ভেকু, ১টি ড্রাম ট্রাকসহ তিনজনকে আটক করে শিবালয় থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—ঘিওর উপজেলার জগনাথদিয়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে সজিব মিয়া (২৬), শিবালয় উপজেলার বোয়ালীপাড়া এলাকার ফসের আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) এবং অজ্ঞাত একজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কৃষি জমির টপসয়েল কেটে ইটভাটায় সরবরাহ করছিলেন। এতে আশপাশের জমির উর্বরতা নষ্ট হয়ে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছিল, পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছিল।
অভিযানের নেতৃত্ব দেওয়া শিবালয় থানার অফিসার ইনচার্জ এ.আর.এম আল-মামুন বলেন, “মাটি কাটার ফলে কৃষি জমির উর্বরতা কমে যায় এবং ফসল উৎপাদনে বড় প্রভাব ফেলে। তাই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয় কৃষকরাও প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের দাবি, অবৈধ মাটি কাটা পুরোপুরি বন্ধ না হলে ভবিষ্যতে কৃষি জমি ধ্বংস হয়ে যাবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমির মাটি কাটা গুরুতর অপরাধ, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply