মানিকগঞ্জের শিবালয়ে বিট্রিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির ডিস্ট্রিবিউটর অগ্রণী ট্রেডিংয়ের সিগারেটের গুদামে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত শামীম (৩০) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আব্দুন নুরের আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা থেকে শামীমকে গ্রেফতার করে শিবালয় থানা পুলিশ। এর আগে এ ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়। শামীম কুমিল্লার কোতোয়ালি থানার কমলাপুর এলাকার আবুল কাশেমের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক।
আদালতে দেওয়া জবানবন্দিতে শামীম জানান, মামুন, রুবেল, আলাউদ্দিন, নোমানসহ পাঁচজন মিলে ডাকাতির পরিকল্পনা করে। ঘটনার দিন রাতে তারা পাটুরিয়া ঘাট হয়ে গুদামে পৌঁছে। নুরুন্নবী ও তার দল গুদামের চারজন কর্মীকে বেঁধে ফেলে এবং তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে সিগারেটের কার্টন দুটি পিকআপে তোলা হয় এবং চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
শিবালয় থানার ওসি এ.আর.এম আল-মামুন জানান, প্রযুক্তির সহায়তায় শামীমকে গ্রেফতার করা হয় এবং আদালতে সে দোষ স্বীকার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং ৩১ লাখ টাকার সিগারেটসহ একটি গাড়ি জব্দ করা হয়েছে।
গত বছরের ২৯ অক্টোবর গভীর রাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকার রুমি ফিলিং স্টেশন সংলগ্ন বিট্রিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানির গুদাম থেকে ডাকাত দল ৬৭ লাখ টাকার সিগারেট লুট করে নিয়ে যায়।
পুলিশ মামলাটির তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply