বিডি মেসেঞ্জার ডেস্ক
“মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘তারুণ্য উৎসব, বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ২০২৫’। জমকালো আয়োজনে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই আয়োজন।”
“রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় এই উৎসব।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা প্রিয়াংকা, জাতীয় পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদ, জেলা শিক্ষা অফিসার মো. আমির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম. ফয়েজ উদ্দিন, শিবালয় থানার ওসি এ.আর.এম. আল-মামুন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের।”
“অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন—এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
“বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটকের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ।”
“পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।”
“শিক্ষার্থীদের অংশগ্রহণ ও অভিভাবকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।”
Leave a Reply