মানিকগঞ্জের শিবালয় উপজেলার দারুত তাক্বাওয়া ইন্টারন্যাশনাল তাহ্ফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে এক জাকজমকপূর্ণ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বুধবার (২৯ জানুয়ারি) শিবালয় উপজেলার টেপড়া বাজার ও এলাকাবাসীর উদ্যোগে টেপড়া কাঁচা বাজার সংলগ্ন মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর মাদ্রাসার শিক্ষার্থীরা হামদ-নাত পরিবেশন করেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও কোরআন তাফসির বিশারদ মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা)। তিনি কোরআনের ব্যাখ্যা তুলে ধরে বলেন“হাফেজে কোরআনরা আল্লাহর বিশেষ নেয়ামতপ্রাপ্ত। তাদের মাধ্যমে সমাজ আলোকিত হয়। পাগড়ী শুধু একটি কাপড় নয়, এটি দায়িত্ব ও সম্মানের প্রতীক।”
অনুষ্ঠানে মাদ্রাসার কৃতি হাফেজদের পাগড়ী পরিয়ে সম্মানিত করা হয় এবং তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ইঞ্জিনিয়ার মো. সালাহ্ উদ্দিন সরকার (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, উথলী, শিবালয়, মানিকগঞ্জ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ গিয়াস মাহমুদ (নির্বাহী প্রকৌশলী, পাওয়ার গ্রিড কোম্পানি, বাংলাদেশ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়)।এ.আর.এম. আল-মামুন (ভারপ্রাপ্ত কর্মকর্তা, শিবালয় থানা, মানিকগঞ্জ)।
মো. মিজানুর রহমান (লিটন) (সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি, শিবালয় উপজেলা শাখা, মানিকগঞ্জ)।
মো. আনিসুর রহমান (চেয়ারম্যান, উলাইল ইউনিয়ন পরিষদ, শিবালয়, মানিকগঞ্জ)।
বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তারা বলেন“কোরআন হৃদয়ে ধারণ করা মানে আল্লাহর নির্দেশ মেনে চলার অঙ্গীকার নেওয়া।
সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এই মাহফিলে দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে, যাতে নতুন প্রজন্ম ইসলামী শিক্ষার প্রতি আরও আগ্রহী হয়।
Leave a Reply