বিডি মেসেঞ্জার ডেস্ক
মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী বাড়াদিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মো. বেলাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের, সাংবাদিক মো. মারুফ হোসেন (দৈনিক কালের কণ্ঠ ও বৈশাখী টেলিভিশন), সাংবাদিক মো. সোহেল রানা (দৈনিক কালবেলা ও নাগরিক টেলিভিশন), সাংবাদিক মো. লিটন আহামেদ (দৈনিক সবুজ বাংলা ও মাইটিভি)। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।
দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Leave a Reply