স্টাফ রিপোর্টার,০৮ ডিসেম্বর।
মানিকগঞ্জে জনসাধারণকে মাদকের বিরুদ্ধে সচেতন করতে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সরকারি দেবেন্দ্র কলেজের খেলার মাঠে এই মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়।
উক্ত ফুটবল খেলায় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা ডিপার্টমেন্টকে ৩-০ গোলে হারিয়ে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট জয় লাভ করেন। এরপর জয়ী ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মো.বশির আহমেদ, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.শহীদুজ্জামান, সিভিল সার্জন ডাক্তার মো.মকছেদুল মোমিন, মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply