স্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর।
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রায় ১০ লাখ মিটার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধায় শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করে উপজেলার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জের গাংদাইল ও পেয়ারা বাগান থেকে এসব অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করেন।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধায় উপজেলার জাফরগঞ্জের কাছে গাংদাইল ও পেয়ারা বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১০ লাখ মিটার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে আগুনে পুড়িয়ে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ধ্বংস করা হয়। অভিযানে কোস্ট গার্ড, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন বলেও সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান।
Leave a Reply