স্টাফ রিপোর্টার, ২৫ অক্টোবর।
মানিকগঞ্জের শিবালয়ের পদ্মা-যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের অপরাধে ৪জনকে ১২দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ইলিশ বিক্রয়ের অপরাধে ৬জনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকালে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদলতের বিচারক এস.এম ফয়েজ উদ্দিন ভ্রাম্যমান আদলতের মাধ্যমে তাদেরকে এই কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।
দন্ডিতদের বাড়ি শিবালয় উপজেলার বিভিন্ন এলাকায়।
ভ্রাম্যমান আদালত জানান,শুক্রবার ভোরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে শিবালয়ের পদ্মা-যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয় এবং নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণের ৪জনকে ১২দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ইলিশ বিক্রয়ের অপরাধে ৬জনকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এছাড়া অভিযানে প্রায় দুই মণ ইলিশ ও প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ায় মাছ স্থানীয় এতিমখানায় বিরতণ করা হয়েছে এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন জানান,নিষেধাজ্ঞা অমান্য করে যারা ইলিশ আহরণ করবে এবং যারা বিক্রয় ও ক্রয় করবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাছাড়া মা ইলিশ সংরক্ষণে আগামী ৩ নভেম্বর পর্যন্ত নিয়মিত অভিযান চলবে। অভিযানে আসনার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগীতা করেছেন বলেও তিনি জানান।
Leave a Reply