মোমিনুর রহমান, ৩০ সেপ্টেম্বর।
মানিকগঞ্জে জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।
সোমবার দুপুরে বিল্পবী মঞ্চের আয়োজনে শহরের শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত¡রে ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়।
এসময় বিল্পবী মঞ্চের আহবায়ক আশিকুর রহমানের সভাপতিত্বে সদস্য এ্যাডভোকেট শফিকুল ইসলাম জসিম, এ্যাডভোকেট জামাল উদ্দিন, সুমন মোল্লা, আসাদুল্লাহ, আমিমুল এহসান ও রাইয়ান বিন আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,মিথ্যা-বানোয়াট মামলায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং তাকে মিথ্যা-বানোয়াট থেকে প্রত্যাহার দিয়ে নিঃর্শত মুক্তি চাই। কারন তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে মিথ্য মামলা দিয়ে বিভিন্নভাব শারীরিক নির্যাতনের স্বীকার হয়েছেন। সুতরাং আইনের মাধ্যমে তার মামলা প্রত্যাহার করে নিঃর্শত মুক্তির পাশপাশি তার পত্রিকার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বিষেশ দাবি করছি।
Leave a Reply