ডেস্ক রিপোর্ট, ২৬ সেপ্টেম্বর।
মানিকগঞ্জের শিবালয়ে গার্মেন্টকর্মী বহনকারী বাসের সাথে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় কমপক্ষে ২০জন নারী শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী সেতুর পূর্বপাশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের তেওতা এলাকার ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৮) এবং একই এলাকার সমেজঘর এলাকার সাব্বির মিয়ার স্ত্রী সাবিনা আক্তার (২৫) ও ঝিকুটিয়া এলাকার আব্দুল বাতেন মিয়ার স্ত্রী কলি বেগম (৩২)। তারা সাটুরিয়া উপজেলায় নয়াডিঙ্গী এলাকার তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
হাইওয়ে পুলিশ জানান, শিবালয় উপজেলার আরিচা ঘাট বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে নারী শ্রমিকদের নিয়ে কারখানার বাসের মাধ্যমে সাটুরিয়ার নয়াডিঙ্গী তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানায় যাচ্ছিলেন বাস চালক। কিন্তু ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের বোয়ালী সেতুর এলাকায় পৌছালে পাটুরিয়াগামী ছোট পাথরবোঝাই একটি পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘের ঘটনা ঘটে। দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং শ্রমিক বহনকারী বাসটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় হাওইয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা দুর্ঘটনাকবলিত নারী শ্রমিকদের উদ্ধার কাজে যোগ দেন।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোহাম্মদ ইব্রাহিম জানান,দুর্ঘটনায় ৩ নারী শ্রমিক নিহত হয়েছে এবং কমপক্ষে ২০জন আহত হয়েছেন। আহতের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এরমধ্যে গুরুত্বদের উন্নয়ত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধরা করা হচ্ছে, বৃষ্টির পণ্যাবাহী ট্রাকের গতি বেশি ছিল। এতে করে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় বরংগাইল পুলিশ ফাঁড়িতে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে।
Leave a Reply