স্টাফ রিপোর্টার, ২৪ জুন।
মানিকগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১০টার দিকে মানিকগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে জাতীয় ও আন্তার্জাতিক চাহিদার মানদন্ডে কর্মসংস্থানের সুযোগ তৈরি, বৈদেশিক শ্রমবাজার অনুসন্ধান, শ্রমবাজার সম্প্রসারণ, নিরাপদ অভিবাসন ও অভিবাসী শ্রমিকদের যাবতীয় সেবা প্রদানসহ সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এই সচেতনতামূলক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
মানিকগঞ্জ টিটিসি’র অধ্যক্ষ ফাতেমা নারগিসের সভাপতিত্বে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক অরুপ রতন চাকী, এনপিআইএর পরিচালক ইঞ্জিনিয়ার মো.ফারুক হোসেন,জনশক্তি জরিপ কর্মকর্তা লিনিয়া আফরোজ রেশমা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মমতাজ সুলতানা ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার মোহাম্মদ উল্লাহ ভূইয়াসহ সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ ফাতেমা নারগিস বলেন, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সরকার প্রবাসী ও বিদেশে শ্রম বাজারের চাহিদামত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করছেন। নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান ও বিদ্যমান শ্রমবাজার সংরক্ষণ ও সম্প্রসারণ করছেন এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করছেন। সরকারি খরচের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে আমাদের বেকার যুবকদের জনশক্তিতে রুপান্তি করতে কাজ করে যাচ্ছি।
Leave a Reply