স্টাফ রিপোর্টার, ১৮ জুন।
মানিকগঞ্জের সাটুরিয়ায় দুই মোটরাসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিজভী রহমান (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (১৭) দুপুরে সাটুরিয়া উপজেলার গোলড়া-সাটুরিয়া আঞ্চলিক সড়কের ধুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিজভী রহমান উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকার মো.আবু দাউদের ছেলে। সে আকিজ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান,ঈদের দিন দুপুরে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয় রিজভী রহমান। কিন্তু পথিমধ্যে ধুল্যা বাসস্ট্যান্ড এলাকায় অপরদিন থেকে আসার একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিজভী রহমান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু রিজভী রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার মানিকগঞ্জ কর্ণেল মেডিকেলে কলেজে রেফার্ড করা হয়। পরে তাকে কর্ণেল মালেক মেডিকেল কলেজে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক জোসেন জানান,স্কুলছাত্র রিজভী রহমানের মৃত্যুর খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তবে নিহতের পরিবারের লোকজন এখন পর্যন্ত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply