স্টাফ রিপোর্টার, ২২ মে।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেকের বিরুদ্ধে আবারো নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের অভিযোগ তুললেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা।
অভিযোগে তিনি দাবী করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার আপন ফুপাতো ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের পক্ষে প্রকাশ্যে ভোট চাইছেন।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী তার ভাইয়ের পক্ষে নির্বাচনকে প্রভাবিত করতে চেয়ারম্যান মেম্বারদের ডেকে ভোট দিতে নির্দেশ দিয়েছেন। সেই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তার। এছাড়া নির্বাচনের ঠিক আগ মুহুর্তে নির্বাচনী এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে টাকা প্রদান করছেন। অর্থের ছড়াছড়ি হচ্ছে বলেও তার অভিযোগ। তিনি সুষ্টু নির্বাচন নিয়ে ও শংকা প্রকাশ করেছেন।
বুধবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তার নির্বাচনী ইশতেহার ঘোষনার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবেন তিনি এই অভিযোগ তুলেন।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহা আরো অভিযোগ করেছেন নির্বাচনী আইনে প্রার্থীতা বাতিল হয় এমন কর্মকান্ড করছেন করছেন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসরাফিল হোসেন।
মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার সকালে ও দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তাঁরা।
বুধবার সকালে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা ১৩ দফা ইশতেহার ঘোষণা করেন।
সুদেব কুমার সাহা বলেন,আমি নির্বাচিত হলে মানিকগঞ্জ সদর উপজেলায় গ্রামকে শহরে রূপান্তরে উন্নয়নমূলক কার্যক্রম; প্রতিটি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ তৈরি, সারাবছর খেলাধূলা পরিচালনার মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে আনা, যুবসমাজকে কম্পিউটার শিক্ষা ও আউট সোর্সিংয়ে দক্ষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ারও প্রতিশ্রুতি দেন।
এছাড়া তিনি প্রতিটি ইউনিয়নে সামাজিক সংগঠন প্রতিষ্ঠা, সামাজিক উন্নয়নে কাজ এবং বালবিবাহ রোধ, নারী নির্যাতন প্রতিরোধ, বৃক্ষরোপনসহ সামাজিক অবক্ষয় রোধে কাজ করার ঘোষণা দেন।
Leave a Reply