ডেস্ক রিপোর্ট
ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে বাস চালানোর দায়ে সেলফি পরিবহনের এক চালককে ৫,০০০ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এই জরিমানা করা হয় বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন।
তিনি জানান, মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানো মারাত্মক ঝুঁকিপূর্ণ, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়ায়। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে।
সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply