স্টাফ রিপোর্টার, ০৫ নভেম্বর।
দুর্নীতি ও স্বৈরাচারিতার অভিযোগে মানিকগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিকস হাসপাতালের পরিচালক ডাঃ হাসান মাহমুদ হাদী এবং প্রশাসনিক কর্মকর্তা নাজনীন আক্তার এর চাকুরী হতে অব্যাহতির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে ডায়াবেটিকস সমিতি হাসপাতালের ডাক্তার,কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে মেডিকেল অফিসার ডাঃ সানজিদা আক্তার, ডাঃ ইন্দ্র মোহন সূত্রধর, প্রধান সহকারী ওবায়দুল ইসলাম ও হিসাব রক্ষক সোহেল রানাসহ ডায়াবেটিকস সমিতি হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থার দাবি করেন। অন্যথায় হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তা লাগাতার কর্মসূচীর হুশিয়ারি দেন।
Leave a Reply