স্টাফ রিপোর্টার, ০৩ নভেম্বর।
মানিকগঞ্জ সদর উপজেলায় কার্তিক মাসের রোগমুক্তি কামনায় কলাপাতায় গ্রাম-বাংলার ঐতিহ্য গ্রামীণ সিন্নি বিতরণ করা হয়েছে।
রোববার বিকেলে স্থানীয় এলাকাবাসীদের আয়োজনে সদর উপজেলার দিঘী ইউনিয়নের মূলজান হাইস্কুল মাঠে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের মাঝে কলা পাতায় রোগমুক্তি কামনায় গ্রাম-বাংলার ঐতিহ্য গ্রামীণ সিন্নি বিতরণ করা হয়। ঐতিহ্যবাহী গ্রামীণ সিন্নি খেতে দুপুরে থেকে মূলজান হাইস্কুল মাঠে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী-পুরুষ জড়ো হতে থাকেন।
মূলজান এলাকার মোসলেম উদ্দিন জানান,প্রচাীনকাল থেকে কার্তিক মাসে গ্রামাঞ্চলে বিভিন্ন রোগের মহামারী দেখা দিতো। কার্তিক মাসের সেই রোগমুক্তির জন্য এলাকার মুরুব্বিরা গ্রামীণ সিন্নি করে আসছেন। তার-ই ধারাবাহিকতায় আমাদের এলাকায়ও কার্তিক মাসে সিন্নি করে আসছি এবং আমাদের এলাকাসহ আশপাশ এলাকার লোকজনও সিন্নি খেতে আসেন। আমাদের এবছরের কার্তিক মাসের সিন্নি খেতে মূলজান, বাগজান, চামটা ও ডাউটিয়াসহ আশপাশের লোকজন এসেছে।
মূলজান এলাকার সাংবাদিক কাবুল উদ্দিন খান জানান, আমরা ছোটবেলা থেকেই রোগমুক্তির জন্য কার্তিক মাসে বিশেষ এই সিন্নি করে আসছেন এলাকাবাসী। এলাকায় ঘুরে ঘুরে চাল ও টাকা সংগ্রহ করে সিন্নি রান্না করে,সবাই মিলে মাটিতে বসে কলা পাতায় করে সিন্নি খেয়ে আসছে। সিন্নি খাওয়ার মাধ্যমে এলাকার মানুষের মধ্যে সম্পর্কের উন্নতি হয় এবং একে অপরের পরিবারের খোঁজ খবর নিতে পারেন। আধুনিকতার যুগে গ্রামীণ সিন্নির প্রচলন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।
রোগমুক্তির সিন্নি বিতরণকালে মূলজান এলাকার হামিদুর রহমান খান দিপু,মো. মোসলেম উদ্দিন, আজগর আলী, নজরুল ইসলাম, মামুন মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
Leave a Reply