স্টাফ রিপোর্টার, ০৩ নভেম্বর।
মানিকগঞ্জের সিংগাইরে বিদেশী পিস্তল, মাদক ও মাদক বিক্রয়ের টাকাসহ দুই ব্যক্তিকে আটক করেছেন থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাকা দক্ষিণপাড়া এলাকার সরস মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের কলাতিয়া নিশানবাড়ী এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে শাহিনুর ইসলাম (২৯) এবং ঢাকার ধামরাইয়ের কালামপুর মধ্যপাড়ার মোতালেব হোসেনের ছেলে সুমন হোসেন (২১)।
থানা পুলিম জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বড়বাকা এলাকার ফজল ফকিরের ছেলে কহিনুর রহমানের সাথে যোগসাজসে ইয়াবা ট্যাবলেটমহ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিলেন শাহিনুর ইসলাম ও সুমন হোসেন। শনিবার রাত সোয়া ১১টার দিকে মাদক ক্রয়-বিক্রয়ের সময়ে স্থানীয় বড়কারা এলাকার লোকজন মাদক ব্যবসায়ী শাহিনুর ইসলাম ও সুমন হোসেনকে মাদকসহ হাতেনাতে ধরে এবং গণপিটুনী দিয়ে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। এরপর জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। এসময় তাদের কাছ থেকে ২৯৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ১৫ হাজার ৮৫০ টাকা জব্দ করেন। পরে আটককৃতদের জিজ্ঞাবাদ করা হয় এবং তাদের দেওয়া তথ্যমতে অনুসারে বড়বাকা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
সিংগাইর থানার ওসি মো.জাহিদুল ইসলাম জানান,এঘটনায় শাহিনুর ইসলাম, সুমন হোসেন ও কহিনুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে মামলার আরেক আসামী কহিনুর রহমান কৌশলে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply