স্টাফ রিপোর্টার, ১৫ অক্টোবর।
মানিকগঞ্জের হরিরামপুরের ইছামতী নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
গতকাল সোমবার বিকেলে হরিরামপুর উপজেলার পদ্মানদীবর্তী বাহাদুরপুর ও ডেগিরচর এলাকাবাসীর আয়োজনে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকার নদী ইছামতী নদীতে উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকার মধ্যবর্তী সীমানা দিয়ে বয়ে বলা পদ্মানদীর শাখা ইছামতী নদীর মোল্লাবাড়ি থেকে শুরু হয়ে বাহাদুরপর পর্যন্ত এই ১ কিলোমিটার নদীপথের মধ্যে নৌকা বাইচ শেষ হয়। নৌকা বাইচে অংশ গ্রহণ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত বাইচের নৌকা জড়ো হতে থাকে।এরপর পর্যাক্রমে শুরু হয় বিভিন্ন বাইচের নৌকার সাথে নৌকা প্রতিযোগীতা। আর এই বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত চলে। গ্রাম বাংলার নৌকা বাইচ উপভোগ করতে নদীর দুই পাড়ে জড়ো হোন হাজারো উৎসুক জনতা। মানুষের করতালি ও হর্ষধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে বাহাদুরপুর ও রামকৃষ্ণপুরের ইছামতী নদীর পাড়।
হরিরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুস জানান,এক যুগের বেশি সময় ধরে ইছামতী নদীতে স্থানীয়রা প্রতি বছর নৌকা বাইচের আয়োজন করে আসছে। তবে করোনার সময় এক বছর নৌকা বাইচ বন্ধ ছিল। মানুষকে আনন্দ দিতে এবং মাদক থেকে দূরে রাখতে প্রতি বছর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচে অংশ গ্রহণ করা সোঁনার চাঁন নৌকার মালিক আনোয়ার হোসেন জানান,মানিকগঞ্জ ও আশপাশের জেলায় নৌকা বাইচের খবর জানলে নৌকা নিয়ে বাইচে অংশ নেই। এতে করে মানুষও অনেক আনন্দ পায় এবং আমারও আত্মতৃপ্তি লাগে। তাছাড়া বাইচের নৌকায় মাল্লা হয়ে বৈঠার তালে তালে নেজেও আনন্দ পাই। আসলে দীর্ঘদিন ধরে নৌকা বাইচের সাথে জড়িত আছি তো।
নৌকা বাইচে ছিপ,সোঁনার চাঁন,গায়েনতরী, হাজারী তরী,সোনার তরী ও সুবোধ সন্নাসীর তরী ছাড়া ছোট ছোট কয়েকটি বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকা বাইচে ঘিওর উপজেলার দিয়াইল এলাকার বিল্লালের নৌকা চ্যাম্পিয়ন হয়।
এরপর নৌকা বাইচ শেষে সন্ধায় স্থানীয় গণমান্য ব্যক্তিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া নৌকা বাইচে অংশ নেওয়া প্রত্যেক নৌকাকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিজানুর রহমানের সঞ্চালনায় হরিরামপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুস,সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিন মোল্লা লাভলু, নিটোর এর সিনিয়র কনসালটেন্ট ডাঃ সাহিদুর রহমান খান ও গোপীনাথপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাফর আহমেদসহ অন্যরা বক্তব্য রাখেন।
Leave a Reply