স্টাফ রিপোর্টার, ২৭ সেপ্টেম্বর।
“পর্যটন শান্তির সোপান” এই প্রতিপাদ্যে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক ড.মানোয়ার হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো.আব্দুল ওয়ারেস,মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদুর রহমান ও শহর বণিক সমিতির সভাপতি মো.মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ড.মানোয়ার হোসেন বলেন,মানিকগঞ্জে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। সরকারী ও বেসরকারী পর্যায়ে উদ্যোগ নিলে নতুন করে পর্যটন কেন্দ্র স্থাপন করা সম্ভব। বিশেষ করে ঐতিহ্যবাহী পুরাতন স্থাপনা, পুরাতন জমিদার বাড়ি মানুষকে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে থাকে। এছাড়া বিভিন্ন নদীর পাড় এবং নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলগুলো প্রাকৃতিক সৌন্দয্যে ভরপুর। সকলের সার্বিক সহযোগীতার মাধ্যমে সকলের উদ্যোগে মানুষের জন্য পর্যটন কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।
Leave a Reply