মানিকগঞ্জ প্রতিনিধি, ২৭ সেপ্টেম্বর।
ভারতে ইসলাম এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিজিপির বিধায়ক নিতেশ নারায়ণ রানের দৃষ্টান্তমুলক শান্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জ পৌর শাখা খেলাফত মজলিসের উদ্যোগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় পৌর শাখা সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান আনাসের পরিচালনায় ও সভাপতি মাওলানা শেখ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জননেতা মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল মাওলানা নূরুল ইসলাম ফরায়েজি, সাবেক জেলা সেক্রেটারি মুফতি ইলিয়াস আহমদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা সভাপতি দেওয়ান তানজিল আহমেদ, শ্রমিক মজলিস মানিকগঞ্জ জেলা সভাপতি মাওলানা জাবের আল সাফা, সদর উত্তর শাখা সভাপতি মাওলানা আশিকুল ইসলাম ( ছানোয়ার) প্রমূখ।
Leave a Reply