স্টাফ রিপোর্টার, ১৫ জুন।
মানিকগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পৌরসভার দুঃস্থ্য মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মানিকগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌরসভার প্রায় ৫ হাজার দুঃস্থ্য মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এই ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।
পৌর মেয়র মো.রমজান আলীর সভাপতিত্বে মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, শ্রমীক লীগের সভাপতি বাবুল সরকার ও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল লতিফ তোতাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ঈদে আপনাদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করে থাকেন। কারন আওয়ামী লীগ সরকার গরীব মানুষের জন্য কাজ করেন এবং জনগণের সুখদুঃখে পাশে থাকেন। আপনারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, আমরা আপনাদের সেবায় কাজ করে যাচ্ছি। আপনারা আওয়ামী লীগের সাথে থাকুন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো।
Leave a Reply