স্টাফ রিপোর্টার,১৯ মে।
মানিকগঞ্জের শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খানের সমর্থক গোষ্ঠী নামের একটি ফেসবুক পেইজে ভোটার ও কর্মীদের উদ্যেশে হুমকি কয়েকটি পোস্ট দিয়েছেন।
শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের বাকি আর মাত্র দুই দিন। ঠিক ভোটের দুই দিন আগে নির্বাচনের জয়-পরাজয়ের বিষয়ে ভোটার ও কর্মীদের উদ্যেশে হুমকির পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সম্প্রতি গত দুই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্টের পর ভোটার ও সমর্থকদের মধ্যে চলছে সমালোচনার ঝড়। যা রীতিমতো ভাইরাল হয়েছে। পোস্টে বিভিন্ন ধরনের কমেন্টস ও রিএ্যাক্ট করছেন ভোটার-সমর্থক ও সুশিলসমাজের ব্যক্তিরা।
আব্দুর রহিম খান সমর্থক গোষ্ঠী নামের আইডি থেকে ১৩ ঘন্টা আগে একটি পোস্ট করা হয়েছে, সেটি হবুহু তুলে ধরা হলো। হুমিক দিয়ে লাভ নেই, টাকা থাকলে ভোট একাই ব্যালট বাক্সে আসবে। আসো দেখি টাকার খেলায় কে জিতে। এর দুইঘন্টা আগে আরেকটি পোস্টে লিখেছেন, ধর্যের সীমানা পার হইয়া গেলে আমরাও কাঠের চশমা পড়ুম। তখন আর কা্ওরে চিনুম না,আমার ভোট আমি চাই নয়তো সকল হিসেব দিতে হবে। গতকাল শনিবার একটি পোস্টে লিখেছেন, সব হিসেব রাখা হয়েছে। ঠিকমতো ভোট না পেলে সবাইকে সব কিছুর হিসেব দিতে হবে।
পোস্টে শিমুল হোসাইন নামের এক ব্যক্তি মন্তব্য করেছেন, ফেইক আইডি কেউ বিভ্রান্তি হবে না।
মোহাম্মদ মনির মন্তব্য করেছেন, এখন এগুলো বলা উচিত হবে না। যা আছে মনে মনে।
আকমল হোসাইন মন্তব্য করেছেন,পাকা লেনদেন কারীদের কাছ থেকে ভোট বুঝে নিবেন।
ইয়াছিন আরাফাত হৃদয় মন্তব্য করেছেন,অতি চালাকের গলায় দড়ি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পোস্টের নাম প্রকাশ্যে একাধিক ভোটার জানান, নির্বাচনের শুরু থেকেই প্রার্থী ও কর্মীরা বিভিন্নভাবে ভোটারদের মন জয় করতে চেষ্টা করছে। কখনো চা খাওয়ায়, কখনো চা-পানের খরচ দেয়। মোট কথা হলো নির্বাচনে ভোটের জন্য ভোটারদের পিছনে টাকা খবর করে থাকে প্রার্থীও তার কর্মীরা। কিন্তু ফেসবুকে এভাবে লেখা ঠিক হয় নি। ভোটার হিসেবে আমাদের জন্য লজ্জাজনক।
তবে এবিষয়ে শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খানের মোবাইলে একাধিকবার ফোন করেও তার মন্তব্য পাওয়া সম্ভব হয় নি।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আগামী ২১মে মানিকগঞ্জের শিবালয়-ঘিওর ও দৌলতপুর উপজেলায় ভোট গ্রহণ হবে।
শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু ও মোবারক হোসেন পান্নু খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a Reply